এবারই বিরাট কোহলির শেষ সুযোগ

ধোনির অধিনায়কের পর বিরাট কোহলি পান ভারতের অধিনায়কত্ব।
ধোনি ভারতকে এনে দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারতের দ্বিতীয় ওয়ানডে শিরোপা।
তবে কোহলি যখন ভারতের দায়িত্ব নিল তখন অনেক বিশেষজ্ঞরাই ভেবে নিয়েছিলেন সাফল্যের দিক দিয়ে ধোনিকে ছাড়িয়ে যাবেন তিনি।
তবে এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি কোহলি।
এখন পর্যন্ত কোহলির ঝুলিতে কোনো শিরোপা না এলেও এবারই শেষ সুযোগ তার। কারণ আগেই ঘোষণা দিয়ে রেখেছেন কোহলি এই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের নেতৃত্ব ছাড়বেন। ফলে এটাই তার শেষ সুযোগ।

 

চলতি বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারে কোহলির দল ভারত।
একইভাবে আইপিএলেও কোহলির নেতৃত্বে শিরোপার দেখা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পরের বছরের আইপিএল থেকে আর অধিনায়কত্ব করবেন না কোহলি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.