বাংলাদেশ দলকে পাপুয়া নিউগিনি-ওমানের কাতারেই দেখছে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল ওমানের মাস্কাটে বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
তার আগে সাকিব-মুশফিকদের একরকম হুমকি দিয়ে রাখলেন স্কটিশ কোচ।

প্রথম পর্বে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ।
এই গ্রুপের অন্য দলগুলো হলো- স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি।
কাগজে-কলমে, শক্তি, অভিজ্ঞতা ও ঐতিহ্য সব দিক দিয়েই এগিয়ে রয়েছে টাইগাররা।
তবুও সেটা মানতে চাইছেন না স্কটিশ কোচ শেন বার্জার।
তিনি বলেছেন, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে এক কাতারেই বাংলাদেশকে রাখছেন।

ফেবারিট তকমা নিয়ে মাথা ঘামাতে চান না জানিয়ে শেন বার্জার বলেন, ‘নিজেদের সেরাটা খেলতে পারলে সব দলকেই বিপদে ফেলা সম্ভব।
বিশেষ করে টি-টোয়েন্টিতে সব দলই প্রায় কাছাকাছি মানের।
আমরা জানি, আমাদের সামর্থ্য আছে এবং নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারাতে পারবো।
সেটা এবার বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি যে দলই হোক।
গ্রুপ ম্যাচগুলোতে বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের কাতারেই দেখি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.