যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস , নিউইয়র্কের জন এফ কেনেডি ও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির সমর্থিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
এমন সময় এ হামলার হুমকি দেওয়া হলো, যখন আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে।
ওই টুইটার বার্তায় বলা হয়, হিথ্রো থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালানো হবে। এছাড়া সতর্ক করে দিয়ে বলা হয়, হিথ্রো ও লস অ্যাঞ্জেলস অথবা জন এফ কেনেডি বিমানবন্দরে বোমা পেতে রাখা হবে।
ব্রিটিশ পরিবহন মন্ত্রী লর্ড আহমাদ বলেছেন, ‘ বৈশ্বিক সন্ত্রাসী হুমকির বিষয়ে আমাদের নজরদারি বাড়াতে হবে। ব্রিটেনে আমরা যাত্রীবাহি বিমানের নিরাপত্তা বারবার পর্যালোচনা করছি এবং ঝুঁকি মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করছি।’
টেলিগ্রাফ জানিয়েছে, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আইএস জড়িত বলে দাবি করেছে তুর্কি সরকার।