শিয়া মুসলিমদের সব জায়গায় টার্গেট করা হবে বলে হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস)।
তাদের সাপ্তাহিক প্রকাশনা আল নাবাতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আল-নাবাতে বিশেষ করে আফগানিস্তানের শিয়াদের কথা বলা হয়েছে।
তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালানো হবে।
বাগদাদ থেকে খোরাসান পর্যন্ত সব জায়গায় এ হামলা চলবে বলে উল্লেখ করা হয়।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি বজায় রাখার বড় চ্যালেঞ্জ এখন আইএস।
কিছুদিন আগেই তারা জুমার নামাজের সময় দুইটি শিয়া মসজিদে হামলা চালিয়েছে।
এতে শতাধিক শিয়া মুসল্লি হতাহত হয়েছেন।
আরও খবর