ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে এরদোয়ানের বক্তব্য প্রচার!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট ‘ডোনাল্ড ট্রাম্প ডটকম’ হ্যাক হয়েছে। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য প্রচার করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের ওই ওয়েবসাইট হ্যাক করেছেন তিনি।

তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন।

জানা যায়, সম্প্রতি এক ভাষণে পবিত্র কুরআন থেকে এ বাণী উদ্ধৃত করেছিলেন এরদোয়ান।

সিএনএন জানায়, ডোনাল্ড ট্রাম্পের ওয়েব পেজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংকও দেওয়া হয়েছে।
তবে, রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোনও বক্তব্য আসেনি।

এর আগে, ২০২০ সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ওয়েবসাইট ভোট.জোবাইডেন ডটকম হ্যাক করেছিলেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.