বন্যার পানিতে ডুবে গেছে পুরো এলাকা।
তার মধ্যেই রান্না করার বড় অ্যালুমিনিয়ামের গামলায় চেপে মন্দিরে বিয়ে করতে গেলেন বর-কনে। বন্যা-কবলিত ভারতের কেরালার আলাপুঝা জেলার থালাভাডি গ্রামে এ ঘটনা ঘটে।
বর আকাশ ও কনে ঐশ্বর্য দু’জনেই স্থানীয় একটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
তাদের বিয়ের দিন ঠিক হয়েছিল সোমবার।
বিগত তিনদিন ধরে কেরালায় টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হলেও তারা বিয়ে পেছনোর ঝুঁকি নিতে পারেননি।
বর-কনের ভাষ্য, ‘অনেক দিন পর আমাদের বিয়ে ঠিক হয়েছে।
কোভিডবিধি মেনে কম লোকজনকেও ডাকা হয়েছে।
জানি, খুব বৃষ্টি হয়েছে।
খুব খারাপ অবস্থা।
কিন্তু তাও বিয়ে পিছিয়ে দিতে পারলাম না।’
প্রশাসন সূত্রের বরাতে ভহারতের সংবাদমাধ্যম জানায়, প্রাকৃতিক দুর্যোগের জেরে কেরালায় এখন পর্যন্ত ২৬ জন প্রাণ হারিয়েছেন।
নিখোঁজ হয়েছেন বহু মানুষ।