নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালুর কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করার কথা ঘোষণা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সামাজিক যোগাযোগমাধ্যমের নাম হবে ‘ট্রুথ সোশাল’।

ট্রাম্পের সংস্থার বিবৃতি অনুসারে, আগামী নভেম্বরেই আমন্ত্রিত অতিথিদের জন্য ‘ট্রুথ সোশাল’-র একটি বিটা সংস্করণ পাওয়া যাবে।
জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটল হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার, ফেসবুক-সহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।

গতকাল ট্রাম্প জানিয়েছেন যে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং সোশাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ চালু করার লক্ষ্য হল বিগ টেক কম্পানিগুলির প্রতিদ্বন্দ্বী তৈরি করা।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে টুইটারে তালেবানের ব্যাপক উপস্থিতি রয়েছে, তবুও আপনার প্রিয় আমেরিকান প্রেসিডেন্টকে চুপ করে রাখা হয়েছে। এটি মেনে নেওয়া যায় না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.