রাজধানীর গুলশান হামলার নিন্দায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
সোমবার (০৪ জুলাই) রাজধানীর সংসদ অ্যাভিনিউতে টোয়াব কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। যার পতিপাদ্য ছিল ‘স্টপ টেরোরিজম, সেভ ট্যুরিজম’।
কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে এমন হামলায় আমরা গভীরভাবে হতভম্ব। এ ধরনের ঘটনা আমাদের জন্য নানামাত্রিক সমস্যার। এতে দেশের পর্যটন শিল্প বাধাগ্রস্ত হবে; আমরা পিছিয়ে পড়বো।
নেতারা আরও বলেন, বাংলাদেশ একটি বন্ধত্বপূর্ণ ও শান্তিপূর্ণ দেশ। এই ধারা ও সুনাম আমাদের ধরে রাখতে হবে।
টোয়াব সব রকম সহিংসতার বিরুদ্ধে, এই সংগঠন চায় জঙ্গি হামলার বিরুদ্ধে সরকার আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।