গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনার পর বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নিয়ে গত সোমবার বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হল-১ এ বেলা ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে বিমান ও পর্যটন সচিব এস এম ফারুক হোসেন ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, কাস্টমস, ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বৈঠকে মন্ত্রীকে অবহিত করা হয়েছে গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনার পর পুরো বিমানবন্দর এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সবকিছুই কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ বলেছেন, নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের গাফিলতি করা চলবে না। কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় তাকে জানানো হয় অল্প জনবল দিয়ে তাদের নিরাপত্তা দিতে বেগ পেতে হচ্ছে। তখন মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেছেন, শিগগিরই জনবল নেয়ার ব্যবস্থা করা হবে।
আরও খবর