কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় লিফটে আটকে পড়েছিল বিমানের ৪ যাত্রী। পরে যাত্রীরা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ১ ঘণ্টা ২০ মিনিট পর তাদের উদ্ধার করেন।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসাইন।
শাহাদাত হোসাইন বলেন, কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়।
এ সময় লিফটে বিমানের ৪ যাত্রী ছিলেন।
পরে বিদ্যুৎ এলেও লিফটতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীরা আটকা পড়েন।
‘এ সময় যাত্রীরা ৯৯৯ নম্বরে কল করে সহযোগিতা চান।
তারপর ৯৯৯ থেকে কক্সবাজার ফায়ার স্টেশনে কল দিলে দ্রুত বিমানবন্দরে গিয়ে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে লিফট থেকে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি।’
তবে যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, মূলত যাত্রীরা লাউঞ্জে যাচ্ছিলেন।
এটা লাউঞ্জে’রও লিফট। লিফটটি বিমানবন্দর কর্তৃপক্ষের নয়।
লিফটটি মাঝেমধ্যে সমস্যা করে।
যার কারণে একজন অপারেটর রাখার জন্যও বলা হয়েছিল।
কিন্তু অপারেটর উপস্থিত না থাকাতে এ সমস্যাটি হয়েছে।
আর যাত্রীরাও দ্রুত ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।