ইউএস-বাংলা এয়ারলাইন্সের তৃতীয় বর্ষে পদার্পণ

US-Bangla-Airlinesঢাকা, জুলাই ১৬, ২০১৬: ১৭ জুলাই ২০১৬ ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী । ১৭ জুলাই ২০১৪ তারিখে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। গত দু’বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে বিভিন্ন গন্তব্যে চৌদ্দ হাজারের অধিক ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতোমধ্যে ৮০০জনের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

“ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” স্ল্গোান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। ইউএস-বাংলা গত দুই বছরে অভ্যন্তরীণ রুটে উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অংশীদার। বিমান পরিবহন সেক্টরে ইতিমধ্যে নিজস্ব ব্র্যান্ড পরিচিতি লাভ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ঢাকা-কাঠমুন্ডু রুটে ফ্লাইট পরিচালনা করছে। খুব শীঘ্রই কলকাতা, পারো, কুয়ালা লামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, দোহা, দাম্মাম, দুবাই ও কুনমিং রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাাংলা এয়ারলাইন্স।

১৭ জুলাই ২০১৪ তারিখে ৭৬ আসন বিশিষ্ট দুইটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বর্তমানে রয়েছে মোট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ও আরো একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এয়ারক্রাফটগুলি চলতি বছরের আগস্ট মাসে ইউএস-বাংলা’র বিমান বহরে যুক্ত হচ্ছে এবং সেপ্টেম্বর থেকে নতুন এয়ারক্রাফটগুলো দিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

গত দুই বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভাবনীয় সফলতার জন্য বাংলাদেশ মনিটর কর্তৃক ডমেস্টিক সেক্টরে “বেস্ট এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৫”- এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এছাড়া বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক পরপর দু’বছর “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৪ ও ২০১৫” নির্বাচিত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকে অন-টাইম ফ্লাইট অপারেশন, আন্তর্জাতিক মানের কেবিন সার্ভিস, যা যাত্রী সাধারনের কাছে একটি নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউএস-বাংলা’র সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড শতকরা ৯৮.৭ ভাগ। বাংলাদেশের বিমান পরিবহনখাতে ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই একমাত্র কোম্পানী যা আইএসও ৯০০১:২০০৮ সার্টিফাইড এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ডিভিশন অব কর্পোরেশন এর একমাত্র তালিকাভূক্ত বাংলাদেশী এয়ারলাইন কোম্পানী। আধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে, যার মধ্যে রয়েছে- ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম “স্কাই স্টার”, ডোর স্টেপস সার্র্ভিস প্রোগ্রামসহ আরো অনেক সেবাধর্মী ও সময়োপযোগী সার্ভিস।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘণ মূহুর্তে বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোন ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। আমাদের বিমান বহরে অধিক সংখ্যক আধুনিক বিমান যুক্ত করে চলেছি। বহরে অধিক সংখ্যক বিমান ও অধিক গন্তব্য সম্প্রসারনের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কাজ করে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমরা সকলেই আনন্দিত ও গর্বিত।”

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণীয় মূহুর্তে সম্মানিত যাত্রী সাধারন, শুভাকাঙ্খী, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থাসমূহ, সব ধরনের সংবাদ মাধ্যমের আন্তরিক সহযোগিতার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.