করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে কমেছে যাত্রী সংখ্যা।
ফলে জার্মানির এয়ারলাইন লুফথানসা তাদের শীতকালিন ভ্রমণ কার্যক্রম থেকে ৩৩ হাজার ফ্লাইট বাতিল করেছে।
এটি তাদের ফ্লাইট পরিচালনার ১০ শতাংশ বলে জানা গেছে।
লুফথানসা এয়ারলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্স্টেন স্পোহর স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, বুকিংয়ের ক্ষেত্রে তীব্র মন্দা ছিল, বিশেষ করে জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
তিনি বলেন, করোনার ঢেউয়ে পরিস্থিতির চরম অবনতি হওয়ায় আমরা আমাদের হোম মার্কেটে বিশেষ করে জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং বেলজিয়ামেও যাত্রী পাচ্ছি না।
স্পোহর বলেন, লুফথানসা ‘প্রায় অর্ধেক’ যাত্রী নিয়ে ২০১৯ সালের করোনা মহামারির পর ৬০ শতাংশ ফ্লাইট চালু করেছিল।
তিনি বলেন, জানুয়ারিতে চাহিদা কমে যাওয়ায় আমরা অধিক ফ্লাইট বাতিল করি। কিন্তু শীতকালে আমাদের টেক-অফ এবং অবতরণ সুরক্ষিত করার জন্য আমাদের ১৮ হাজার অতিরিক্ত, অপ্রয়োজনীয় ফ্লাইট চালাতে হবে।