৪ অগাস্ট থেকে শুরু হবে হজ ফ্লাইট। এ বিশেষ ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১২টি বিশেষ ফ্লাইট ও ৩২টি নির্ধারিত ফ্লাইট দিয়ে ৫০ হাজার হজ যাত্রী পরিবহন করবে। আর ফিরতি যাত্রীদের জন্য থাকবে ১০৫টি বিশেষ ফ্লাইট ও ২৯টি নির্ধারিত ফ্লাইট। বাকি ৫০ হাজর হজ যাত্রী পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স।
এদিকে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।
এদিকে হজযাত্রীদের বরণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আশকোনার হজ ক্যাম্প। চলছে শেষ মুহূর্তের কিছু কাজ। হজ যাত্রীদের নিরাপত্তায় হজক্যাম্পে বসানো হয়েছে নানা নিরাপত্তা সরঞ্জাম। ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্প উদ্বোধন করবেন। উদ্বোধনের পরদিন থেকে শুরু হবে হজ ফ্লাইট।
আরও খবর