বিমানে পোশাক বদলাতে বাধ্য করা হল নারীকে

boston_airline_20816_1469994620পরিহিত পোশাক অতিরিক্ত খাটো হওয়ায় এক নারী যাত্রীকে তা বদল করতে বাধ্য করেছে বিমান কর্তৃপক্ষ। তরুণীটি প্লেনে ওঠার পর তার পোশাক নিয়ে আপত্তি জানায় বিমানকর্মীরা।

পশ্চিম বস্টনের লগন বিমানবন্দর থেকে জেট ব্লু সংস্থার একটি বিমানে বস্টনে যাচ্ছিলেন ওই তরুণী। তার পড়নে ছিল একটি শর্টস। বিমানে ওঠার পরই তাকে জানানো হয় পাইলটের আপত্তির কথা। তাই তাকে পোশাক বদলাতে হবে।

নইলে বিমান এয়ারপোর্ট থেকে উড়বে না। এই পরিস্থিতিতে অবশেষে তিনি বাধ্য হন পোশাক বদলাতে। জিনিউজ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.