দেশে প্রতিটি বিমানবন্দরে ২৪ ঘণ্টা বিমান ওঠানামার ব্যবস্থার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি বিমানবন্দরে ২৪ ঘণ্টা বিমান ওঠানামার ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে- বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে যাতে ২৪ ঘণ্টা বিমান ওঠানামা করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া।
আমরা অনেকগুলোতে এ ধরনের ব্যবস্থা নিয়েছি।
তবে কোভিডের কারণে বিদেশ থেকে স্পেশালাইজড লোক আসতে না পারায় আমরা অনেকগুলো কাজ সমাপ্ত করেও চালু করতে পারিনি।
বরিশালেও যাতে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারে সে কাজ একই সঙ্গে করব।’

শনিবার বরিশাল বিমানবন্দর ও বিমানবন্দর সংলগ্ন সুগন্ধা নদীর ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা বিমানবন্দর ও এর পার্শবর্তী ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি আরো বলেন, ‘বরিশাল বিমানবন্দর হবে সবচেয়ে আধুনিক ও যুগোপযোগী। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর বিমানবন্দর।
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা প্রকল্প নিচ্ছি।
বরিশাল বিমানবন্দরের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে সবচেয়ে অত্যাধুনিক।
আমি প্রধনানমন্ত্রীর কাছে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানাব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.