পানির জন্য খুলনা শহরজুড়ে হাহাকার শুরু হয়েছে। সবেমাত্র গরম পড়তে শুরু করলেও এরই মধ্যে শুকিয়ে গেছে নগরীসহ জেলার পুকুর, জলাশয় ও খালগুলো।
দীর্ষসময় ধরে নলকূপ চেপে শরীরের ঘাম ঝরলেও উঠছে না পানি।
ওয়াসার পানি ঘরের কাজে কিছুটা ব্যবহার করা সম্ভব হলেও পানযোগ্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
শুধু খুলনা নয়, আশপাশের জেলা-উপজেলার গ্রামগুলোতেও সৃষ্টি হয়েছে একই অবস্থা।
কিছু মানুষ নিজ উদ্যোগে এলাকাবাসীর জন্য খাবার পানির ব্যবস্থা করেছেন।
তবে সেসব স্থানেও পানি নিতে ভিড় জমছে মানুষের। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনার নয় উপজেলার সবগুলোতেই বর্তমানে পানির সংকট দেখা দিয়েছে। তবে তুলনামূলকভাবে ফুলতলা উপজেলায় পানির সংকট কম।
এছাড়া খুলনা ওয়াসার পানি শুধু নগরীর মধ্যে সরবরাহ করা হয়।
ওয়াসার ৪০টি উত্তোলক পাম্পের মাধ্যমে এ পানি সরবরাহ করা হয়।