রুশ সেনাদের লাশ পচে দূষিত হচ্ছে ইউক্রেনের পরিবেশ!

ইউক্রেনের বিভিন্ন স্থানে পড়ে থাকা সেনাদের মরদেহ উদ্ধার করছে না রুশ বাহিনী। অনেক মরদেহে পচন ধরেছে।

এতে করে সেখানকার পরিবেশ দূষিত হচ্ছে।
ইউক্রেনের একজন স্বাস্থ্যসেবা কর্মকর্তা এমন দাবি করেছেন বলে জানিয়েছে ইউনিয়ান নিউজ এজেন্সি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

উত্তর সুমি অঞ্চলের শীর্ষ স্বাস্থ্যসেবা কর্মকর্তা আনাতোলি কোতলিয়ারা বলেন, নিহত সেনাদের আর রাশিয়ার প্রয়োজন নেই।
তাই তাদের নিয়ে যাচ্ছে না। এতে করে পরিবেশ হুমকিতে পড়েছে।

এই স্বাস্থ্যসেবা কর্মকর্তা বলেন, নিহত সেনাদের মরদেহ সংরক্ষণের জন্য ১০টি বিশাল রেলরোড রেফ্রিজারেটর নিয়ে আসা হয়েছিল।
কিন্তু যুদ্ধের কারণে সেগুলো অনেক দেরিতে এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.