ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মাইকোলাইভের আঞ্চলিক সরকারি সদর দপ্তরে ৭জন নিহত হয়েছেন।
এই হামলায় আরও ২২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ডেনিশ পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। খবর আলজাজিরার।
এই ঘটনায় ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসও নিহতের সংখ্যা ৭জন বলে জানিয়েছেন।
এর আগে অন্তত ৩ জন নিহত হয়েছে বলে তারা জানিয়ে ছিলেন।