ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার রাতে ইফতেখার জাহান হোসেনকে প্রত্যাহার করা হয় বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ইফতেখারের স্থলে সিভিল এভিয়েশনের একজন উপপরিচালককে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
ইফতেখারকে প্রত্যাহারের খবর দিলেও তার বিরুদ্ধে কেন এ ব্যবস্থা নেয়া হল তা জানাননি তুহিন। বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট অপর একজন কর্মকর্তা বলেন, ইফতেখার জাহান হোসেনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল।
আরও খবর