শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেয়া হল

download (1)ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার রাতে ইফতেখার জাহান হোসেনকে প্রত্যাহার করা হয় বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ইফতেখারের স্থলে সিভিল এভিয়েশনের একজন উপপরিচালককে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
ইফতেখারকে প্রত্যাহারের খবর দিলেও তার বিরুদ্ধে কেন এ ব্যবস্থা নেয়া হল তা জানাননি তুহিন। বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট অপর একজন কর্মকর্তা বলেন, ইফতেখার জাহান হোসেনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.