পাকিস্তানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ ইমরানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার যে অভিযোগ করেছেন, ওয়াশিংটন তাৎক্ষনিকভাবে সে অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব স্থগিত করা হয়েছে।
আগামী রবিবার সকালে পুনরায় পার্লামেন্টের অধিবেশন বসবে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী কখনোই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে  পারেননি এবং ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর  সম্প্রতি তিনি তার শাসনামলের সবচেয়ে বড় ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
বিরোধীরা তাকে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং পররাষ্ট্র-নীতির বিপর্যয়ের জন্য অভিযুক্ত করেছেন।

সরকার পাকিস্তান তালেবান জঙ্গিবাদের  নিয়ন্ত্রণে লড়াই করছে। তারা বুধবার রমজান মাসে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর  ঘোষণা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.