ইউক্রেনে অস্ত্রের ঢল নামাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ১০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে অত্যাধুনিক ড্রোন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে।
মঙ্গলবার (৫ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের জরুরি ভিত্তিতে এ ধরনের অস্ত্র প্রয়োজন। তিনি জানান, ২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনে এ নিয়ে ষষ্ঠবার নিরাপত্তা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ডলারের অস্ত্র পাছিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে দেশটিকে মোট ২৪০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.