রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ১০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে অত্যাধুনিক ড্রোন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে।
মঙ্গলবার (৫ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের জরুরি ভিত্তিতে এ ধরনের অস্ত্র প্রয়োজন। তিনি জানান, ২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনে এ নিয়ে ষষ্ঠবার নিরাপত্তা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ডলারের অস্ত্র পাছিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে দেশটিকে মোট ২৪০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হয়েছে।