‘বোরোদিয়াঙ্কার পরিস্থিতি বুচার চেয়ে আরও ভয়ংকর’

ইউক্রেনের বোরোদিয়াঙ্কা শহরের পরিস্থিতি পার্শ্ববর্তী বুচা শহরের তুলনায় ‘আরও বেশি ভয়ংকর’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এ কথা জানান তিনি।

রাজধানী কিয়েভ থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বুচা শহরে রাশিয়ান বাহিনীর হাতে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে মস্কো।
তারা বলছে, মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ন্যায্যতা দিতে এবং শান্তি আলোচনাকে অন্যদিকে নেওয়ার জন্য বুচায় মৃতদেহের ছবি ইউক্রেন সরকারের সাজানো।

জেলেনস্কি বলেন, বোরোদিঙ্কায় ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে… সেখানের পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর।
রাশিয়ান দখলদারদের হামলার শিকার হয়েছেন আরও বেশি মানুষ।

শহরটিতে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য রাশিয়া দায়ী বলে আর কোনও বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি তিনি।

জেলেনস্কি বলেন, মারিউপোলে রাশিয়ান সামরিক বাহিনী কী করেছে, সে সম্পর্কে বিশ্ব যখন পুরো সত্য জানবে তখন কী হবে?
বুচা এবং কিয়েভ অঞ্চলের অন্যান্য শহরের প্রায় প্রতিটি রাস্তায় রাশিয়ান সৈন্য প্রত্যাহারের পর কী ঘটেছে বিশ্ব তা দেখেছে।

বুচা থেকে শহরটি প্রায় ২৫ কি.মি. দূরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.