পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের সর্বোচ্চ আদালত এক বাক্যে রায় দিয়েছেন, গত ৩ এপ্রিলের অনাস্থা ভোট নসাৎ করার জন্য সরকারের চক্রান্ত ও এর পরবর্তী সব সিদ্ধান্ত ছিল অসাংবিধানিক।
দেশটির সর্বোচ্চ আদালত থেকে এর বেশি আশাও করা যায় না।
এ ঘোষণার মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ আদালত দেশটিতে গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনলো।
একই সঙ্গে, আদালত নিজেকে পাকিস্তানের সংবিধানের রক্ষক হিসেবে পুনরায় জাহির করলো।
এই রায়ের ফলে এখন আশা করা যায় যে, পরবর্তীতে পাকিস্তানে এ ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে দেশটির সর্বোচ্চ আদালত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
পাকিস্তানের এই রাজনৈতিক সংকট এত তাড়াতাড়িও আসতো না। বিরোধীদের অনাস্থা ভোটে অংশ নিতে না দেওয়ার জন্য ইমরান খানের যে একগুঁয়ে জেদ, তা পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটি প্রহসনে পরিণত করেছে। এটি মনে রাখা দরকার ছিল যে, এটি শুধুই একটি বিকল্প ছিল, বাধ্যতামূলক কোনো বিষয় নয়।