জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার রাতে এই ভাষণে ইমরান খান সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের রায়ে দুঃখিত।
তবে এ রায় আমি মেনে নিচ্ছি।’
গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম সুরি।
কিন্তু বৃহস্পতিবার এক রায়ে কাশিম সুরির ওই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে ফের অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করার আদেশ দেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের এ রায় নিয়ে ইমরান খান বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি।
কিন্তু বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি তাদের দেখা উচিত ছিল।
রায় দেওয়ার আগে বিষয়টি একবার হলেও দেখা উচিত ছিল।’