দিল্লি ক্যাপিটালস কিনেছে, জানতেন না মোস্তাফিজ

সেই ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে ডাক পাওয়া।
তারপর থেকে বরাবরই দলগুলোর আগ্রহ দেখা গেছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে। ফলে পাঁচ আসরে চারটি ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন।

সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে শুরু।
নিজের প্রথম আইপিএলেই দলকে শিরোপা এনে দেন মোস্তাফিজ, হন প্রথম বিদেশি হিসেবে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টাইগার কাটার মাস্টারকে। ২০১৭ সালে হায়দরাবাদ তাকে ধরে রাখে, ২০১৮-তে কেনে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২১ আইপিএলে মোস্তাফিজকে ১ কোটি রুপিতে লুফে নেয় আরেক দল রাজস্থান রয়্যালস।

এবার নিলামে টাইগার পেসারকে দুই কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস।
তবে মোস্তাফিজ জানালেন, আইপিএলের নিলামের সময়টায় তিনি আর সবার মতো টিভিতে চোখ রাখতে পারেননি।
এমনকি দিল্লি যে তাকে কিনেছে, সেটাও শুনেছেন আরেকজনের মুখ থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.