যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ভিসা আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পপত্নী। সাবেক এই মডেল জানিয়েছেন, তিনি সব সময়ই ভিসা আইন মেনে চলেছেন।
১৯৯৫-৯৬ সালে মার্কিন ভিসা আইনের শর্ত ভেঙে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মডেলিং এবং ফটোশুটের অভিযোগ উঠেছে মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে। সম্প্রতি তাঁর নগ্ন ফটোশুটের বিষয়টি বিশ্ব সংবাদমাধ্যমের খবরে আসলে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছে।
মেলানিয়া বলেন, সব সময়ই অভিবাসন আইন মেনে চলেছেন তিনি। তবে ১৯৯৫ সালে কী ধরনের ভিসা ব্যবহার করছিলেন তা জানাননি মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পক্ষ থেকেও এ তথ্য প্রকাশে অস্বীকৃতি জানানো হয়।
বরাবরই অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন তার স্ত্রীর বিরুদ্ধেই ভিসা আইন ভঙ্গ করার অভিযোগ উঠল। এই বিতর্কের জবাব কিভাবে দেবেন ট্রাম্প সেটাই এখন দেখার অপেক্ষা।