শ্রীলঙ্কার শেয়ারবাজারে দ্বিতীয় দিনের মতো লেনদেন বন্ধ রয়েছে। তবে দিনের শুরুতে কয়েক মিনিটের জন্য লেনদেন চালু ছিল।
এরপর আবার হঠাৎ বন্ধ হয়ে যায়।
অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপ রাষ্ট্রটির বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কলম্বোর স্টকমার্কেটের সব শেয়ারের সূচক স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত কমেছে আট দশমিক চার শতাংশ।
সোমবার সূচক হারায় সাত দশমিক ছয় শতাংশ।
এদিন লেনদেন হয় মাত্র ৩২ মিনিট। ব্লুচিপ এসঅ্যান্ডপি শ্রীলঙ্কা ২০ এর সূচক দশ শতাংশ কমার পর এ খবর আসে।
এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবায়ে রাজাপাকসে ও মন্ত্রিসভা তার ক্ষমতা কমানোর বিষয়ে একমত হয়েছেন। যদিও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশটিতে বিরোধীরা অবস্থান শক্ত করছে। পাচ্ছে সাধারণ মানুষের সমর্থন। এরই মধ্যে রাজাপাকসে পরিবারের সদস্যরা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন।