ভারত-রাশিয়া সম্পর্ক ভাঙতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

ভারত ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ভাঙতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না ওয়াশিংটন।
তবে তার দেশ চায়, মস্কো থেকে স্বেচ্ছায় মুখ ফিরিয়ে নিক নয়াদিল্লি।
চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে একাধিক শুনানিতে রাশিয়া-ভারতের সম্পর্ক নিয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কমপক্ষে দুটি ইস্যুতে বিপরীত অবস্থান নিয়েছে ভারত। প্রথমত, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল তারা।

দ্বিতীয়ত, রাশিয়ার তেল ও অস্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো থেকে দুটি জিনিসই আমদানি অব্যাহত রেখেছে।
এজন্য চাইলেই নয়াদিল্লির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন।
মার্কিন আইনপ্রণেতাদের পক্ষ থেকেও এমন দাবি জোরালো হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.