পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলটির সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল অথবা স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে।
দেশটির গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের৫ ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানান, কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল ও স্থগিত করা এবং এর আগে ‘ভুলভাবে’ দণ্ডিত হলে তার মামলা একটি আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব প্রাদেশিক সরকার উভয়ের আছে।
তিনি বলেন, এই বিধান পিএমএল-এন এর নেতা নওয়াজ শরিফ ও অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে। নিজের স্বাস্থ্যগত অবস্থার ওপর ভিত্তি করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন নওয়াজ শরিফ।
চিকিৎসার কথা বলে ২০১৯ সালে লন্ডনে গিয়ে স্বেচ্ছানির্বাসিত জীবনযাপন করছেন নওয়াজ।