চীনে ১১৩ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন

রানওয়েতে ছিটকে পড়ে চীনে একটি বিমানের আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির চংকিং বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
তবে কর্মকর্তারা দাবি করছেন, বিমানের যাত্রীরা নিরাপদে রয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ১১৩ জন যাত্রী ও নয়জন ক্রু নিয়ে বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নাইংচির দিকে যাচ্ছিল। কিন্তু একজন ক্রু অস্বাভাকি কিছু লক্ষ্য করার পর প্লেনটির উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। এরপরই প্লেনটিতে আগুন ধরে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লেনটির পাখা দুইটি জ্বলছে। এসময় আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থাল থেকে অন্যত্র সরে যায়।

এক বিবৃতিতে এয়ারলইনসের পক্ষ থেকে জানানো হয়, সব যাত্রী ও ক্রু সদস্যদের প্লেন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে যারা অল্প আঘাত পেয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.