সেনা কর্মকর্তাদের ফোন নম্বর ‘ব্লক’ করে রেখেছেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, দেশটির সেনা কর্মকর্তারা তার সঙ্গে এখনো যোগাযোগের চেষ্টা করছেন। তবে সেসব কর্মকর্তার ফোন নম্বর ব্লক করে রেখেছেন তিনি। ইমরান খান বলেছেন, পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি কারও সঙ্গে কথা বলবেন না।
শুক্রবার (১৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এ নেতা।

এসময় ইমরান খান ‘ষড়যন্ত্রের’ সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, তারা কি পাকিস্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত নন? তিনি বলেন, এই লোকগুলোকে ক্ষমতায় রাখার চেয়ে দেশের ওপর পারমাণবিক বোমা ফেলাই ভালো।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, ক্ষমতায় থাকার শেষদিন পর্যন্ত তার সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক ভালো ছিল। শুধু দুটি বিষয় ছিল যেগুলোতে তাদের মতের মিল হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.