অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে মিললো আত্মহত্যার ইঙ্গিত

কলকাতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর রহস্যের জট এখনো খুলেনি।
তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয়।
তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আত্মহত্যারই ইঙ্গিত দিচ্ছে।

যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তারা কোনো মন্তব্য করতে রাজি নয়।

সূত্রের খবর, রোববার সন্ধ্যায় পল্লবীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসে। তাতে আত্মহত্যার ইঙ্গিত মেলে।
পশ্চিমবঙ্গের কাঁটাপুকুর মর্গে ময়নাতদন্ত হয় অভিনেত্রীর।

এর আগে রোববার কলকাতার দক্ষিণ শহরতলির গড়ফারের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পল্লবীর মরদেহ। তখন তার গলায় জড়ানো ছিল বিছানার চাদর।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, অভিনেত্রী পল্লবী দে গড়ফার ওই ফ্ল্যাটে তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে থাকতেন।
তিনিই পল্লবীর মৃত্যুর খবর পুলিশকে দেন।

এদিকে অভিনেত্রীর পরিবার দাবি করছে, পল্লবীকে হত্যা করা হয়েছে। হাওড়ার রামরাজাতলার মেয়ে পল্লবী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.