ডনবাসকে ‘নরকে’ পরিণত করেছে রাশিয়া

রাশিয়ার হামলায় পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল ডনবাস পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি রুশ সেনারা এই শিল্প অঞ্চলটিকে হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত করায় রীতিমতো নরকে পরিণত হয়েছে ডনবাস বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এমনটাই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি তার ভাষণে বলেন, দখলকারীরা আরও বেশি চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। তাতে ওই এলাকা নরকে পরিণত হয়েছে। এটি কোনো অতিরঞ্জন নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.