যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তাবে সাড়া দিচ্ছেন না কিম

উত্তর কোরিয়া করোনায় প্রথম মৃত্যুর খবর ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে দেশটিতে।
খবর পাওয়া গেছে লকডাউন জারি থাকা দেশটিতে কয়েক দিনের ব্যবধানে ‘জ্বরে’ আক্রান্ত হয়েছেন অন্তত ২৫ লাখ মানুষ।
তবে করোনা পরিস্থিতির কথা স্বীকার করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তাবে সাড়া নেই উত্তর কোরিয়ার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা ছড়িয়ে পড়ার কথা প্রথম স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তাবে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সফরকালে প্রেসিডেন্ট বাইডেন শনিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে এই ভ্যাকসিন প্রস্তাবের ঘোষণা দেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে করতেও প্রস্তুত রয়েছি।’
তিনি আরও বলেন, তবে আমরা সাড়া পাইনি। প্রেসিডেন্ট বাইডেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করারও ইচ্ছা পোষণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.