ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন। গত রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই মুহূর্তে রুশ বাহিনী স্লোভিইয়ানস্ক ও সেভেরোদোনেতস্ক শহরে হামলা জোরদার করেছে। দেশটির বাহিনী এই দুই শহরে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই আক্রমণকে প্রতিহত করছে। তিনি আরও বলেন, প্রতিনিয়ত তার বাহিনী রুশ পরিকল্পনাকে ব্যাহত করছে। এটি কাঙ্ক্ষিত দিনটি আনতে সাহায্য করবে যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি এবং খুব কঠিনভাবে লড়াই করছি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে যুদ্ধ বেড়েছে।