ভারতের উত্তরপ্রদেশে নারীদের ইচ্ছার বিরুদ্ধে সন্ধ্যা ৭টার পর কর্মক্ষেত্রে রাখতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার।
গতকাল শনিবার (২৮ মে) উত্তরপ্রদেশ সরকার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারীরা লিখিত অনুমতি না দিলে সন্ধ্যা ৭টার পর এবং ভোর ৬টার আগে তাদের কর্মক্ষেত্রে আসতে বাধ্য করা যাবে না।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, এ সময়ের মধ্যে নারীদের ইচ্ছার বিরুদ্ধে বাড়ি কিংবা অফিসে এসে কাজ করতে বাধ্য করা যাবে না। নারীরা যদি রাতে অফিসে এসে কাজ করতে ইচ্ছুক হন, তাহলে তাদের জন্য যাতায়াত এবং খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে হবে নিয়োগকারী সংস্থাকে।
এ ছাড়া কাজের জায়গায় চারজনের বেশি নারীকর্মী থাকলে তবেই তাদের অফিসে ডাকা যাবে। এই নিয়মের আমান্য হলে, তা শ্রম আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। সূত্র : আনন্দবাজার
আরও খবর