প্লেনে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যাত্রীদের ভোগান্তি বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে।
রোববার দেশটিতে এক হাজার একশ ফ্লাইট বাতিল হয়েছে।
শুক্রবার থেকে এখন পর্যন্ত চার হাজার ৮০০ ফ্লাইট বাতিল হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের।
শনিবার ও রোববার সংস্থাটির ৪০০ ফ্লাইট বাতিল হয়।
ফ্লাইট বাতিলের কারণ হিসেবে কোম্পানি খারাপ আবহাওয়া ও ট্রাফিক কন্ট্রোল অ্যাকশনকে দায়ী করেছে।
তবে তারা অন্তত ২৪ ঘণ্টা আগেই ফ্লাইট বাতিলের চেষ্টা করছে।
শনিবার ইউনাইটেড এয়ারলাইন্স ২৩টি ও জেটব্লু ১০টি ফ্লাইট বাতিল করে। যা কোম্পানি দুটির মোট ফ্লাইটের এক শতাংশ।