বাড়িতে-বাড়িতে আলো জ্বালানোর মতো বিদ্যুৎ নেই শ্রীলঙ্কায়।
গৃহস্থের ঘরে রান্না করার গ্যাস নেই। টাকা থাকলেও বাজারে মিলছে না পণ্য। বড় বাড়ি ও গাড়ির মালিকও খাদ্যের অভাবে একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। এহেন পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার অর্থসাহায্য দিতে চলেছে বিশ্ব ব্যাংক।
স্বাধীনতার পর সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখোমুখি হয়ে কার্যত দেউলিয়া শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে জ্বালানি থেকে শুরু করে ওষুধ পর্যন্ত কিছুরই জোগান প্রায় নেই বললেই চলে।
বিদেশি মুদ্রাভাণ্ডার শূন্য হয়ে যাওয়ায় আমদানি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার উপর রয়েছে ঋণের বোঝা।
এহেন পরিস্থিতিতে মানবিকতার খাতিরে দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে ভারত।
দীর্ঘ আলোচনার পর এবার কলম্বোকে খানিকটা স্বস্তি দিয়ে অর্থসাহায্যে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক বলে সূত্রের খবর।
শ্রীলঙ্কার সংবাদপত্র ‘কলম্বো গেজেট’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জয় এল পেইরিসের সঙ্গে দেখা করেন বিশ্ব ব্যাংকের কানট্রি ম্যানেজার চিও কান্দা।