ইউক্রেনে ‘আক্রমণ’ চালিয়ে ‘ঐতিহাসিক ও মৌলিক ভুল’ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর ফলে পুতিন এখন বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শুক্রবার (৩ জুন) ফ্রান্সের আঞ্চলিক একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘আমি তাকে (পুতিন) বলেছিলাম, তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসেও অন্যতম বড় একটি মৌলিক ভুল করেছেন।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার বিশেষ সামরিক অভিযান একশ’ দিনে গড়িয়েছে শুক্রবার। এ সময়ের মধ্যে ইউক্রেনের পাঁচটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো।