পুতিন কি এখন ‘বিজয়’ ঘোষণা করবেন

ইউক্রেনে রুশ অভিযানের ১০০ দিন পার হয়েছে।
এই যুদ্ধ এখন ঠিক কি অবস্থায় আছে- তার অনেকখানি ধারণা পাওয়া যেতে পারে নিচের তিনটি উক্তি থেকে।

এক, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, তার দেশের ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
দুই, যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা বিভাগ তাদের সবশেষ মূল্যায়নে বলছে, রাশিয়া এখন পূর্ব ডনবাসে কৌশলগত সাফল্য পাচ্ছে, যদিও এর জন্য তাকে প্রচুর মূল্য দিতে হচ্ছে। তিন, নেটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ অন্যদিকে বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন ‘ওয়ার অব অ্যাট্রিশন’ বা ‘দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়া’-র অবস্থায় উপনীত হয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য’ তৈরি হতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.