সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ঠিক গর্ব করার মতো হচ্ছে না।
অধিকাংশ ইনিংসেই শুরুতে টপ অর্ডার ভেঙে পড়ছে।
এতে পুরো দল চাপে পড়ে যায়। যা আর সামাল দিয়ে ওঠা সম্ভব হয় না। এমন অবস্থায় নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছেন মুমিনুল হক।
তৃতীয় বারের মতো আবারও সাদা পোশাকে টাইগারদের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান।
তার নেতৃত্বে বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে লালসবুজের পতাকাধারীরা।
অতীতের সব ব্যর্থতা মুছে ফেলার জন্য বদ্ধ পরিকর টিম বাংলাদেশ।
যদিও লাল বলের ক্রিকেটে ক্যারিবিয়ানে খুব একটা ভালো স্মৃতি নেই টাইগারদের।
২০১৮ সালে, সর্বশেষ সফরে এই মাঠেই মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল তারা। সেবারও অধিনায়ক ছিলেন সাকিব। দুই টেস্টেই হারতে হয়েছে। তবুও, নেতৃত্বের ভার আবারও সাকিবের কাঁধে বলেই আত্মবিশ্বাস পাচ্ছে গোটা দল।