পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে এমনভাবে সেবা দিতে হবে যেন তারা পুলিশকে তাদের জীবন রক্ষার শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতে পারে।
আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে পুলিশ সদস্যদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, সবসময় সতর্ক থাকা দরকার। আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঘটনা যেন আর না ঘটতে পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।
মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ পুলিশের পাঁচটি বিশেষ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
অনুষ্ঠানে গণভবনের সঙ্গে ভার্চুয়ালি রাজারবাগ পুলিশ লাইন্স, পদ্মা সেতু উত্তর থানা- মুন্সীগঞ্জ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মহিলা পুলিশ ব্যারাক, ময়মনসিংহ পুলিশ হাসপাতাল এবং পিরোজপুর পুলিশ লাইন্স যুক্ত ছিল।