সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
মৃত জমিলা আক্তার (৭৯) গাজীপুর জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২।
রোববার মক্কায় তিনি মারা যান বলে সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর হজ হওয়ার কথা রয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যাবেন।
গত ৪ অগাস্ট শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট।
সৌদির স্থানীয় সময় রোববার রাত ১২টা পর্যন্ত ২৬টি ফ্লাইটে নয় হাজার ৯২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার দুই হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার সাত হাজার ৮৪৩ জন সৌদি গেছেন বলে বুলেটিনে বলা হয়।