দুই নাতনির সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

এবার দুই নাতনির সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে তার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই কন্যা বিদেশ থেকে তার বাসভবনে পৌঁছেছেন।

এর আগে কারাবন্দি অবস্থায় থাকা এবং দেশে করোনা ভাইরাস পরিস্থিতি কারণে গত কয়েক বছর তিনি ঈদ উদযাপন করতে পারেননি।

সূত্র জানিয়েছে, গুলশানের বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার কথা রয়েছে।

দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যও ঢাকায় ঈদ করবেন। ওইদিন সন্ধ্যার পরে দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.