দেশেই রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

দেশেই রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
বিষয়টি স্পষ্ট করলেন খোদ স্পিকার মাহিন্দা ইয়াপা।
বিক্ষোভের মুখে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজধানী কলম্বোতে তার সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের হামলার পর সেটি ছেড়ে পালিয়ে যান তিনি। এতদিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সরকারি এক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লুকিয়ে রয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। দেশ ছাড়ার চেষ্টা করছেন এমন গুঞ্জনও ছড়ায়। তবে এবার স্পিকার জানালেন তিনি দেশেই আছেন।

দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা বলেছেন, দেশেই রয়েছেন গোতাবায়া। তার মন্তব্য বিকৃত করা হয়েছে।

এর আগে স্পিকার মাহিন্দা ইয়াপা বলেছিলেন যে প্রেসিডেন্ট একটি ‘কাছের’ দেশে চলে গেছেন। পরে তিনি ভুল করেছেন বলে বক্তব্য প্রত্যাহার করে নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.