জনসংখ্যা কমাতে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর

জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি এমন পরামর্শ দেন।

তিনি টুইটারে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া।
সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত।’ এরপরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন’।

একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গলদের আন্দোলনে যোগ দিন’।

জনসংখ্যা কমাতে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর

নাগাল্যান্ডের মন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়েছে। বহু সিঙ্গল তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের।

এর আগে মজার ছলে উত্তরপূর্বের মানুষের ছোট চোখ থাকার উপকারিতা নিয়ে যে জবাব তিনি দিয়েছিলেন তার প্রশংসা এসেছিল খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছ থেকেও। এবার আরেক বক্তব্যে ভাইরাল হলেন নাগালান্ড মন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.