বিসিবি’ই জানে না এশিয়া কাপ হবে বাংলাদেশে

শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এমন পরিস্থিতিতে যেখানে দেশটির মানুষের কোনো নিরাপত্তা নেই, সেখানে আর মাস দেড়েক পর কিভাবে একটি বহুজাতিক টুর্নামেন্ট- এশিয়া কাপের আয়োজন করা হবে?

এমন বাস্তবতার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নাও হতে পারে।
সে ক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশই সবার চেয়ে এগিয়ে।
মঙ্গলবার এমন খবরই প্রকাশ করেছিল কলকাতার বেশ কিছু নিউজ মিডিয়া।

সে সব নিউজে বলা হয়েছে, বাংলাদেশকে নাকি এশিয়া আয়োজনের ব্যপারে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে, যাদের নিয়ে আলোচনা, তারাই জানে না বাংলাদেশে এশিয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কি না।

ভারতীয় মিডিয়ার এই খবর অস্বীকার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মিডিয়াকে জানিয়েছেন, এ ধরনের কোনো বার্তা তারা এসিসি’র কাছ থেকে পাননি।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় যে এশিয়া কাপ হবে না তেমন কোনো খবর আমাদের জানা নেই। বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে যে ধরনের খবর ভারতীয় মিডিয়ায় এসেছে, তা সম্পর্কেও আমাদের জানা নেই। কারণ, এসিসির কাছ থেকে এমন কোনো বার্তাও আমরা পাইনি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.