হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান।
তিনি জানান, সকালে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসা মুন্সীগঞ্জের নুর আলম ও ফেনীর আব্দুল হালিমের ৪টি লাগেজ জব্দ করা হয়।
পরে লাগেজে লুকানো অবস্থায় দক্ষিণ কোরিয়ার তৈরি ইজি ব্রান্ডের ৬৮ হাজার শলাকার ৩৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
আমদানি নিষিদ্ধ এসব সিগারেটের মূল্য ২০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ড. মইনুল খান।