খাবারে সাপের কাটা মাথা! তুমুল আতঙ্ক তুরস্কের বিমানে

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের একটি বিমানসংস্থার খাবারে মিলল সাপের মাথা! খাবার পরিবেশন করতে গিয়ে আতঙ্কে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম বিমানসেবিকার। নিজেই সেই সাপের মাথার ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন ওই বিমানসেবিকা।

সংবাদমাধ্যমে ওই বিমান সেবিকা জানিয়েছেন, সানএক্সপ্রেস নামক ওই বিমানসংস্থার বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। বিমানের কর্মচারীদের জন্য বরাদ্দ খাবার খাচ্ছিলেন ওই বিমান সেবিকা-সহ অন্যান্য কর্মী। সেখানই হঠাৎ করে তরকারির মধ্যে একটি সাপের কাটা মাথা দেখতে পান কর্মীরা।
নেটমাধ্যমে গোটা বিষয়টির ভিডিও প্রকাশ পেতেই শোরগোল পরে যায়। নড়েচড়ে বসে বিমানসংস্থাটিও। সরকারি বিবৃতি দিয়ে বিমানসংস্থাটি জানায়, ৩০ বছর ধরে তারা বিমান পরিষেবা দিচ্ছে, তাঁদের কর্মী ও যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা দিতেও তারা বদ্ধপরিকর। যে সংস্থা তাদের বিমানে খাদ্য সরবরাহ করে তাদের সঙ্গে সব চুক্তি বাতিল করা হয়েছে বলে দাবি বিমান কতৃপক্ষের

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.