সজীব ওয়াজেদের ৫২তম জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ ও খাবার বিতরণ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে আওয়ামী যুবলীগ ৷

বুধবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে বৃক্ষ রোপণের পর বাদ আছর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ আগামীর বাংলাদেশ।

আগামীর আওয়ামী লীগের কর্ণধার। সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার।

তাঁর কারণেই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট আজ মহাবিশ্বে।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে চলমান বিভিন্ন বিষয় নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।

তাদেরকে কঠোর হাতে প্রতিহত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগর প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মুহা: বদিউল আলম প্রমুখ ৷

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসকে/এসএ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.